সোনাগাজীতে ডাকাতের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক» ফেনীর সোনগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে ডাকাত ও গ্রামবাসীর হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চরচান্দিয়া গ্রামের( চট্টগ্রাম সমাজের) মাঝি বাড়িতে ডাকাত জাহিদকে ধরতে অভিযান চালায়। এসময় ডাকাত জাহিদ ও তার বাড়ির লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাত জাহিদ সহ তারা পুলিশকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় এএসআই দেলোয়ার হোসেন, মো. সালাহ উদ্দিন ও কনেস্টবল আবুল হাসেম মারাত্মক আহত হয়। পুলিশ ডাকাত জাহিদের পিতা ফকির আহাম্মদ(৭০) ও তার ছেলে ডাকাত জাহিদ কে গ্রেফতার করেছে । কনেস্টবল আবুল হাসেম কে প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন । সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত ; শনিবার দিনগত ভোর ৪টার দিকে একই গ্রামের চৌধুরী পুকুর পাড় (চট্টগ্রাম সমাজ) এলাকার মোল্লা বাড়ির সোনাগাজী বাজারের রাকিন স্টোরের মালিক শামীম মাল্লার বাড়িতে ১০/১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বসত ঘরের দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণলংকার, নগদ ১১ হাজার টাকা, মূল্যবান জিনিসপত্র সহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com