ইকবাল সোবহানের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী মতিঝিল থানাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের এ নির্দেশ দেন। গত ৩১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে মামলাটি করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। পরে ২ ফেব্রুয়ারি আদেশ না দিয়ে ৬ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করা হয়েছিল। মামলার আবেদনে ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও ডেইলি অবজারভারের প্রতিবেদক মামুনুর রশীদকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগের জানা যায়, গত ২৩ জানুয়ারি ‘দেশে ড্রাগ ডিলারদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় পুলিশ’ শিরোনামে অবজারভার পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। ‘ওই সংবাদে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও রাজশাহীর এনামুল হককে দেশে ড্রাগ সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী বলা হয়েছে।’

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com