অ্যান্ড্রয়েডে আসছে নকিয়া ডি১সি

ডেস্ক রিপোর্ট» এবার উইন্ডোজ নয়। ব্র্যান্ড ভ্যালু খুইয়ে স্মার্টফোনের ভবিষ্যৎ যে অ্যান্ড্রয়েডই তা হয়তো বুঝতে পেরেছে নকিয়া।

তাই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৭.০ নুগাট দিয়ে নকিয়া ডি১সি ট্যাবলেট নিয়ে বাজারে ফিরছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে নোকিয়ার এই ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।

অ্যান্তুতু বেঞ্চমার্ক থেকে শনিবার এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়। অ্যান্তুতু বেঞ্চমার্ক অনুসারে নকিয়া ডি১সি-তে থাকছে কোয়ালকম ৪৩০ অক্টাকোর চিপসেট, যা ১.৪ গিগাহার্টজে ক্লক করা। আর থাকছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি ও ৩ জিবি র‌্যাম। সঙ্গে অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ। সব থেকে বড় কথা নকিয়ার এই ফোনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে। ৫টি টাচ একসঙ্গে শনাক্ত করতে পারবে ডিভাইসটি। ছবির কোয়ালিটিতে বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা দেওয়ার জন্য এতে ডি১সি-তে জুড়ে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর ও সনির লেন্স সম্বলিত ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরাও থাকবে ৮ মেগাপিক্সেলের।

তবে এ বছর নয়। নকিয়া আগেই জানিয়েছে, আগামী বছর মোবাইল বাজারে আসবে তারা।

চলতি বছরের মে মাসের দিকে ফিনল্যান্ডের কোম্পানি এইএমডি ঘোষণা করে, মাইক্রোসফটের সঙ্গে শর্তসাপেক্ষে তারা নোকিয়া নামটি ব্যবহার করতে পারবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com