বারইয়ারহাটে ইয়াবা, মাইক্রোবাসসহ গ্রেফতার ২

মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ের বারইয়ারহাটে ২ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩ ডিসেম্বর) রাতে বারইয়ারহাট পৌরবাজারের উত্তরের ইউটার্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঢাকার বাড্ডা থানার চান্দেরটেক এলাকার সোলায়মান (৩৫) ও একই এলাকার রাসেল (২৭)। এসময় তাদেরকে বহনকারী হাইচ মাইক্রেবাসটিও জব্দ করেছে পুলিশ।


জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজের নেতৃত্বে ঢাকামুখী একটি হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ-১৬-১৯৬১) তল্লাশী চালায় পুলিশ। এসময় কালো রংয়ের জিপারযুক্ত চশমার প্যাকেটের ভিতর থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com