ফেনীতে দৈনিক শেয়ার বিজ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :: ৮ ডিসেম্বর ২০১৮ ফেনীতে জমকালোভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক ‘শেয়ার বিজের’ রুপান্তরের ২বছর পূর্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর আলম সরকার। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেয়ার বিজের সাবেক জেলা প্রতিনিধি জহিরুল হক মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি

দিলদার হোসেন স্বপন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী পোয়েট সোসাইটির সাবেক সভাপতি কবি ইকবাল চৌধুরী, বাংলা ট্রিবিউন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, স্টার লাইন গ্রপ’র নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন, ভোরের ডাক জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি মো: আলাউদ্দিন, এ্যাডভোকেট সমীর কর, বাংলাদেশের খবরের দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখার, বাংলাদেশের খবরের সোনাগাজী প্রতিনিধি শরীয়ত উল্লাহ রিপাতসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। রুপান্তরের ২বছর পূর্তি উৎসবে দৈনিক শেয়ার বিজকে উত্তরোত্তর সাফল্য কামনা করে ও পত্রিকাটিকে বিভিন্ন পরামর্শমূলক দিকনির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহাঙ্গীর সরকার বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু মহল সমাজের বিশৃঙখলা সৃষ্টি করকে ব্যাস্ত, এই বিশৃঙ্খলাকে প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকেরও এগিয়ে আসতে হবে, তাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে। ডিজিটাল আইন নিয়ে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল আইনের কোন অপব্যাবহার হবে না। সাংবাদিকদেরকে তাদের নিজস্ব পেশার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শেয়ার বিজকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম বলেন, দৈনিক শেয়ার বিজ অর্থনীতির পাশাপাশি আমাদের রাজনীতি, সমাজের অন্যায় অবিচার ও সাধারণ মানুষের কথা বলবে এ আশা রাখি। সারা দেশের ন্যায় ফেনীতেও সাধারণ মানুষের হাতিয়ার হয়ে উঠুক দৈনিক শেয়ার বিজ। ছবি: ১. ফেনী রিপোটার্স ইউনিটিতে কেক কাটছেন পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com