আউয়াল চৌধুরী» ছাগলনাইয়া উপজেলা অা’লীগের উদ্যোগে জনসভার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অাগামীকাল রবিবার (৪ নভেম্বর) বিকেল ৩ টায় ছাগলনাইয়া জমদ্দার বাজারে জনসভা অনু্ষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার মোঃ অালাউদ্দিন নাসিম।
বিশেষ অতিথি থাকবেন ফেনী ২ অাসনের সংসদ সদস্য ও জেলা অা’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত অাসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আ’লীগের সভাপতি অাবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা
চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমূখ। সোহেল চৌধুরী ছাগলনাইয়া ডটকম কে জানান, জনসভায় দলীয় নেতাকর্মী ছাড়াও ৩০ হাজার লোকের সমাগম হবে।