মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে চুরি হওয়া মোবাইল, সরঞ্জামসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ অক্টোবর) চুরির সাথে জড়িত সাইদুল ইসলাম প্রকাশ নয়ন (১৯) ও রাকিব হোসেনকে (১৮) আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় টুইরাটিলা এলাকার বাসিন্দা। এসময় উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজারের একটি দোকান থেকে চুরি হওয়া ৩০ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১৩ টি পুরাতন মোবাইল ফোন, একটি রবি কোম্পানীর ডিভাইস, ৮ টি মেমোরি কার্ড, ৪ টি ব্লুটুথ উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী জানান, গত ১৭ অক্টোবর মুহুরী প্রজেক্ট বাজারের রাজিব কুমার নাথের অন্তরা টেলিকম বন্ধ করে যাওয়ার পর রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখে তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, ৩০ টি বিভিন্ন মডেলের মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ওই ঘটনায় ১৯ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে রাজিব। পরে বিভিন্ন সূত্র ধরে চুরির সাথে জড়িত ২ জনকে আটক করার পর তাদের কাছ থেকে দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।