ফেনী সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি» পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যেগে গতকাল শনিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভেতরে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মোঃ নজরূল ইসলাম ইসলাম এর সভাপতিত্বে¡ ও এবং মোঃ এস আলম ভূইয়া অপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোক্তার হোসেন,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্তার হোসেন ।
এতে অন্যান্যদের মধ্যে আর ও বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা ও প্রথম ব্যাচের ছাত্র মোঃ ইকবাল হোসেন,পারবেছ মাহমুদ হিমু মোঃ খুরশীদ আলম,রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন এর সহ সভাপতি সৈয়দ আছিব উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আলাউদ্দিন রায়হান ,সহ সাধারন সম্পাদক মু ইলিয়াছ,কোষাধ্যক্ষ মোঃ ফজলূল হক,সাংঘঠনিক সম্পাদক খুরশীদ আলম মাহাদী,সহ সাংঘঠনিক সম্পাদক রুবেূল,প্রচার সম্পাদক হামদান হোসেন বাবু,ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি তোফায়েল ইসলাম তপু, সাবেক ছাত্র মোঃ জিসান,
এ ছাড়া সহযৌগি সদস্যদের মধ্যে মোঃ আলাউদ্দিন ,সাইফুদ্দিন রাশেদ, মজুমদার রশীদ, রামীম,রাসেল ,জহির,রাকিব,হাসনাত,রুবেল,মাহাদী সিমুল সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষের দিকে রমজানের তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখেন ফেনী পাইলট হাইস্কুলের ইমাম জনাব শফিউল্লাহ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ মোহাম্মদ উল্লাহ .
এতে প্রথম বর্ষ থেকে ২০ তম বর্ষ৭ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com