ফেনীতে ইন্টার্নশিপ সুযোগ দিচ্ছে জিএস টেক

সংবাদ বিজ্ঞপ্তি» ফেনীতে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ফেনীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ”। রোববার (০৭ মে) কোম্পানীর নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুসের পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে চলতি বছরের মে ও জুন ফেনীর বিভিন্ন ইনষ্টিটিউটের বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পড়ুয়া প্রায় ৩০ শিক্ষার্থীকে এ স‍ুযোগ দেওয়া হবে।

একই সংখ্যক শিক্ষার্থী এই দুইমাসে জিএস টেকের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করার সুযোগ পাবেন।

মে মাসে জিএস টেক ২০ জন আগ্রহী শিক্ষার্থীকে ইন্টার্নশিপের স‍ুযোগ দেবে, সেই সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করবে ২০ জনকে।

তবে এ স‍ুযোগ নিতে চাইলে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc7dQzae0TMtNFVy8qaZcdvULsy2P5sRgI0iAOyPyhpvVl5Sg/viewform এই লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com