চোখের জলে মাশরাফির বিদায় (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট» ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ থেকে হঠাৎই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচের আগে ফেসবুকে নিজের ভেরিভায়েড পেজে এ কথা জানান বাংলাদেশ অধিনায়ক। এছাড়া নিজের অবসরের কথা তিনি নিশ্চিত করেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে টসে জেতার পর। টি২০ থেকে অবসর নিলেও এই সিরিজটি খেলবেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচটি জিততে পারেনি মাশরাফিবাহিনী। ওই ম্যাচটি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একে একে জানান নিজের অবসরের সব কথা। এ সময় তিনি ছিলেন আবেগ আপ্লুত। ছলছল চোখে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

এই সময় মাশরাফি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি জানান, ইনজুরির কারণে টি২০ ফরম্যাটে আসলে তেমনভাবে উপভোগ করতে পারেননি কখনই।

তবে সিদ্ধান্ত নেওয়ার আগে মাশরাফি খুব বেশি কিছু চিন্তাভাবনা করেননি বলেই জানান। তিনি বলেন, ‘হয়তোবা আচমকা সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পেছনে আমি বিরাট কিছু চিন্তা করিনি। জাস্ট মনে হয়েছে আমি আর টি২০ খেলতে চাই না, এটাই।’

মাশরাফি আরও বলেন, ‘আমি অনেকবার বলেছি কোন কিছু আমি প্ল্যান করে করি না। যেটা মনে হয় আমি সেটাই ডিসিশন নেই। অবশ্যই এই সিদ্ধান্তটি অনেক কঠিন। কারণ এটার সাথে পরিবার জড়িত থাকে, বন্ধুবান্ধব থাকে, টিমমেট থাকে, আপনারাও আছেন। তাই এই ডিসিশন নেওয়াটা এত সহজ না। কিন্তু তারপরও নিতে হবে। তাই দুদিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি বাংলাদেশের হয়ে খেলছেন। আর যে কোন ফরম্যাটেই আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা আসলে সবসময়ই কঠিন।’

এছাড়াও মাশরাফি জানান, নতুনদের জায়গা করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যেন রুবেল হোসেনের মত পেসাররা দলে জায়গা পেতে পারেন, এটাই তার লক্ষ্য।

তবে শেষ ম্যাচে জয় দিয়ে নিজের ম্যাচ স্মরণীয় করে রাখার চেয়ে দেশকেই এগিয়ে রাখছেন এই পেসার ক্রিকেটার। তিনি বলেন, ‘মাশরাফির চেয়ে দেশ অনেক বড়। শেষটা জয় দিয়ে করতে পারলে ভাল। জিতলে তো দেশ জিতবে, মাশরাফি নয়।’

মাশরাফি বাংলাদেশের জার্সি গায়ে টি২০ ফরম্যাটে ৫৩টি ম্যাচ খেলে ৪১টি উইকেট নিয়েছেন। আর নেতৃত্ব দিয়েছেন ২৭টি ম্যাচে। যেখানে সর্বাধিক ৯টি ম্যাচে জয় পেয়েছে দল।

মাশরাফির সেই ভিডিওটি পাঠকদের জন্য তুলে ধরা হল।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com