নিজস্ব প্রতিবেদক» সোনাগাজী ডাইনামাইটস ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস টেন-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় উত্তর চরদরবেশ ইতালী মার্কেট স্পোর্টিং ক্লাবকে ৬ রানে হারিয়ে সোনাগাজী হাসপাতাল স্ট্যান্ড শাকা-লাকা বোম-বোম স্পোর্টিং ক্লাক চ্যাম্পিয়ন হয়েছে। সোনাগাজী বাইকার্স এসোসিয়েশনের সভাপতি আজগর হোসেনর সভাপতিত্বে ও ডাইনামাইটস ক্লাবের সাধারন সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফয়েজ সেলিম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, উপজেলা আ’লীগের সাবেক দফতর সম্পাদক গাজী সালাহ উদ্দিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোকসুদ আলম, কলামিস্ট স.ম শাহআলম, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, নয়া দিগন্তের সোনাগাজী প্রতিনিধি সাইফুল আলম হিরন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল জলিল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, পৌর যুবলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান ও ডাইনামাইটস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন, রাজু, রাকিব, নাছির উদ্দিন এবং আলমগীর হোসেন প্রমূখ।
সোনাগাজীতে টেন-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 24, 2017, 9:09 pm