ফুলগাজী‌তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত, আহত ম্য‌াজি‌স্ট্রেট সো‌হেল রানা

নিজস্ব প্রতিবেদক» ফুলগাজীতে মাদক বিক্রেতাদের হামলায় আনসার সদস্য নওশের আলী নিহত হয়েছেন। একই ঘটনায় জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও ভ্রাম্যমান অাদাল‌তের বিচারক সো‌হেল রানা আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন পুলিশ ও আনসার সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া একজন আনসার সদস্য নিখোঁজ রয়েছেন। ফুলগাজী উপ‌জেলার মু‌ন্সিরহাট ইউ‌নিয়‌নের ভারত সীমান্তবর্তী বদরপুর খানাবা‌ড়ি এলাকায় বুধবার রা‌তে মাদক বিরোধী অ‌ভিযানকা‌লে এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে অাহত ম্যা‌জি‌স্ট্রেট সো‌হেল রানা ফেনী অাধু‌নিক সদর হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছেন

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com