ছাগলনাইয়া প্রতিনিধি» দেশব্যাপী জঙ্গি তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার (২৯) সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার , জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মজুমদার, মাহবুবুর রহমান জিমি, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ এনায়েত উল্যাহ সোহেল, জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক তানভির হোসেন রনি, পৌর ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক রুবেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী, কলেজ ছাত্রলীগ সভাপতি আমির হোসেন কিরণ, সহ-সভাপতি ইমন মজুমদার, মোঃ সাখাওয়াত হোসেন জনি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শাহিন প্রমুখ।
ছাগলনাইয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 30, 2017, 1:00 am