ছাগলনাইয়া প্রতিনিধি» ব্যানবেইস ও ইউএসইও অফিস এর আয়োজনে ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইউআইটিআরসিই ল্যাব এ মাধ্যমিক শিক্ষকদের আইসিটি কোর্স এর ১৪ তম ব্যাচ’র উদ্বোধন করা হয়েছে । রবিবার (৫ মার্চ)সকাল ও বিকাল দুই পর্বে ১৫ দিনব্যাপি এই কোর্স’র উদ্বোধন করা হয়। ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম আলী জিন্নাহ’র সভাপতিত্বে, সহকারী শিক্ষা অফিসার কিবরিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিন, একাডেমিক সুপারভাইজার জেসমিন আক্তার, মাস্টার ট্রেইনার রেজাউল করিম, ল্যাব সহকারী মাকসুদা রহমান প্রমুখ।
ছাগলনাইয়ায় আইসিটির ১৪ তম ব্যাচ’র উদ্বোধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 6, 2017, 12:56 am