আমার দেশ প্রেস খুলে দিতে আদালতে মামলা

ডেস্ক রিপোর্ট» দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার আবেদন জানিয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) আমার দেশ এর চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালতে হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন।
আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে বলা হয়েছে, মামলার শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট সৈয়দ জয়নার আবেদীন মেজবাহসহ বিপুল সংখ্যক আইনজীবী। শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।
এ সময় আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, নগর সম্পাদক এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সহ আমারদেশ এর সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল পত্রিকার কারওয়ান বাজার অফিস থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করে এবং তেজগাঁয়ের ছাপাখানা সিলগালা করে দেয়। এরপর থেকে আমার দেশ এর প্রকাশনা বন্ধ রয়েছে। সাড়ে তিন বছরেরও বেশি সময় কারাগারে বন্দি থাকার পর গত ২৩ নভেম্বর পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com