ছাগলনাইয়া প্রতিনিধি» গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্ন জাল ছবির আংশিক শুটিং সোমবার (২৭ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের ছলিম চৌধুরীর বাগানে করা হয়। ছবিটিতে অপু চরিত্রে নবাগত অভিনেতা ইয়াশ রোহান এবং শুভ্রা চরিত্রে দেখা যাবে পরিমনিকে। বিশেষ চরিত্রে থাকবে খলনায়ক মিশা সওদাগরকে। ছবিটির শুটিং শুরুহয় চাঁদপুর থেকে। কলকাতায় শুটিং হবে চলচিত্রটির। কলকাতা শেষে বাংলাদেশে এসে শুটিং শেষ হবে। স্বপ্নজাল ছবিতে আরো যারা অভিনয় করেছেন, ফজলুল হক বাবু,শাহানা সুমী,শহীদুল আলম সাচ্চু,শিল্পি সরকার,ইরফান সেলিম, ফাহানা মিঠু,ইরেশ যাকের, মুনিয়া,শাহেদ আলীএবং আহসানুল হক মিনু প্রমুখ।