নিকষ কালো অন্ধকার দূরের
আকাশে উকিঁ যায় টুকটুকে
দুধে আলতা গাঢ় এক ফালী চাঁদ
তুমি চোখ মেললেই দেখবে পাবে
অপূর্ব সরষে ফুলে হলুদ গাঁদার
ছড়াছড়ি
নিস্তব্ধ একাকী গভীর রাতে
শীতল ঠান্ডা বাতাবি হাওয়া
তোমাকে মুগ্ধ করবেই
কোন ছলনায় দৃষ্টিগোচর করবে
তুমি
মায়াবী আভা তোমাকে মুগ্ধ
সতেজতায়
ফিরিয়ে দিবে অতীত স্মৃতি সুখের
মুহূর্ত
আর এমন আবেগগণ প্রহর বারে বারে
বর্ষিত হোক
তোমার জীবনের মন আঙিনায়