১৯৫২ ভাষা আন্দোলন অগ্নিঝরা উত্তাল রাজপথ
সেখানে
আমার ভাইয়ের রক্তে ভেজা শার্টের সুঘ্রাণ
ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বাংলার আকাশে বাতাসে
আত্মত্যাগে বিনিময়ে সৃষ্টির হল ৫৪ সংবিধান
৬২ শিক্ষা আন্দোলন ৬৬ ছয় দফা ৬৯ গণঅভ্যুস্থান এবং আমরা পেয়েছি ৭১ রক্তিম মুক্তিযুদ্ধ
সেখানে রণাঙ্গনের রক্তে লাল হয়েছে আমার বাংলার পতাকা
পরবর্তী ১৬ ডিসেম্বের মুক্তির মিছিল যা শুধু তোমাদেরই অবদান
লক্ষ কোটি স্যলুট দুঃসাহসিক বীর বাঙালি
এ ঋণ কখনো সুধ হবার নয়
জাতি চিরকাল তোমাদের নাম বিনম্রচিত্তে স্মরণ করে যাবে
যতদিন থাকবে মা মাটি ও বাংলার দেশপ্রেম ।