মুস্তাফিজ-শিলা বর্ষসেরা খেলোয়াড়

ডেস্ক রিপোর্ট» ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি প্রতিবছর পুরস্কার প্রদান করে থাকে। দেশের সবচেয়ে পুরনো ক্রীড়া পুরস্কারের আয়োজন এটি। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে গত দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

সোমবার একসঙ্গে দেওয়া হলো ২০১৫ ও ২০১৬ সালের সেরার পুরস্কার। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড নাইটে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওখানে হারিয়েছেন মাহমুদউল্লাহকে। শুধু তাই না। নির্বাচকদের পাশাপাশি দর্শকদের ভোটেও ২০১৫’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। মাহমুদউল্লাহর পাশাপাশি তামিম ইকবালকে হারিয়েছেন এই প্রতিযোগিতায়।

এদিকে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের জন্য ২০১৬ এর বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন জলকন্যা শিলা। এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম।

এছাড়া মুস্তাফিজ আরও একটি পুরস্কার জিতেন দর্শকদের ভোটে। ২৫ হাজার ভোট পেয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া বাকিদের নাম নিচে দেওয়া হলো :

২০১৫ সাল ২০১৬ সাল
সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ সেরা ক্রিকেটার তামিম ইকবাল
সেরা দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত
সেরা আর্চার তামিমুল ইসলাম সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম
উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল) সেরা শ্যূটার শাকিল আহমেদ
সেরা সংগঠক ইউসুফ আলী সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির
বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল) উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা স্পন্সর প্রতষ্ঠিান ম্যাক্স গ্রুপ উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী সরকার (ফুটবল)
বিশেষ সম্মাননা আমিনুল হক মনি সেরা কোচ গোলাম-রব্বানী ছোটন (ফুটবল)
সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন
সেরা সংস্থা বাংলাদেশ নৌ বাহিনী
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com