মিরসরাইয়ে নব মুসলিম সালমানের পাশে দাঁড়িয়েছে অনেকে

মিরসরাই প্রতিনিধি» মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের বাসিন্দা এবং কাটাছরার আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট বাজারের সেলুন দোকানী নব মুসলিম মুহাম্মদ সালমানের পাশে দাঁড়িয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরবের রাগাত গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আহছান উল্ল্যাহ মিলনসহ অনেকেই। গত ১৯ জানুয়ারি আব্দুস সাত্তার ভূঁইয়ারহাটের সেলুন দোকানী শিপন চন্দ্র শীল হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছরা মদিনাতুল উলুম ফয়েজিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাগাত গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব আহসান উল্ল্যাহ মিলন আর্থিকভাবে সহযোগিতার চেক, বস্ত্র ও সৌদি আরবে তাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন সালমানকে আজীবন চিকিৎসা সেবা প্রদান করার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, পশ্চিম কাটাছরা মদিনাতুল উলুম ফয়েজিয়া মাদ্রাসা হেফজখানাও এতিমখানার সহকারী সুপার মাওলানা ফয়েজ উল্ল্যাহ, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নুর উল্ল্যাহ, কাটাছরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন পলাশ, কমফোর্ট হাসপাতালের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন, কাটাছরা ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি কামরুল হাসান, সৌদি প্রবাসী শফিকুল আলম মামুন প্রমুখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com