ফেনীতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

শহর প্রতিনিধি» বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার বিকেলে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল-যুবদল। মিছিলটি এসএসকে সড়কের সমবায় সুপার মার্কটের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম,জেলা যুবদলের তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুর হোসেন,যুগ্ম আহবায়ক করিমুল হক সুমন প্রমুখ ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com