নিজস্ব প্রতিবেদক» পরশুরামে বালুবাহী পাওয়ার ট্রলি চাপায় সোলেমান চৌধুরী(৩৫) নামে ইসলামী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৭জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা গদানগর সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ইসলামী ব্যাংকের পরশুরাম শাখায় কর্মরত ফিল্ড অফিসার সোলেমান চৌধুরী কাজ শেষে অফিসে ফেরার পথে গদানগর সড়কে বালুবাহী একটি পাওয়ার ট্রলি তার মোটর সাইকেলের পিছনে ধাক্কা দেয়। তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।তার সাথে সাথে থাকা আলাউদ্দিন নামের আরও কর্মকর্তা আহত হয়েছেন।
নিহত সোলেমান চৌধুরী ছাগলাইয় উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়নাতদন্তের জন্য ফেনী পাঠানো হয়েছে।
পরশুরামে গাড়ি চাপায় ইসলামী ব্যাংক কর্মকর্তা নিহত
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : January, 7, 2017, 8:06 pm