পরশুরামের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক» পরশুরামের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করেছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম।গতকাল শুক্রবার দিনভর উপজেলার সলিয়া হাফেজিয়া মাদ্রাসা,সুবার বাজার,রাজষপুর হাফেজিয়া মাদ্রাসা ও খন্ডলহাই বাজারে অসহায় দুস্থদের মাঝে প্রায় দেড়শতাধিক কম্বল বিতরন করা হয়।এসময় ফোরামের সভাপতি নুরুল আনোয়ার,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু,উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার,দৈনিক মানবজমিন ও স্টারলাইনের পরশুরাম প্রতিনিধি এম এ হাসানসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com