সংবাদ বিজ্ঞপ্তি» ‘সেনবাগ ফিজিওথেরাপী সেন্টা’র উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে উপজেলার শাহপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনবাগ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক ডা: ফিজিও মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ থানার ওসি (তদন্ত) অজিত কুমার মিত্র। ইয়ুথ সোসাইটির সহ-সভাপতি কৃষিবিদ আবদুল্যাহ আল মারুফের সঞালনায় বিশেষ অতিথি ছিলেন কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, কাদরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ, আজকের সময় ও আলোকিত বার্তা সম্পাদক এম শরীফ ভূঞা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ওমর ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী মৎস্যলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন খান প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ফিজিওথেরাপী সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।