বিশেষ প্রতিনিধি»লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চর কাদিরা গ্রাম থেকে মো. নুর নবী (৪৫) নামে এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার চর কাদিরা গ্রামে নিহতের বাড়ির একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয় চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ সাইফ উল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া জানান, ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।