এম.এ.হাসান,পরশুরাম» পরশুরামে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।গতকাল শনিবার বিকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর হাফেজিয়া মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন ব্যাংক কর্মকর্তারা। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ জুম্মা, চৌমুহনী শাখার এভিপি ও ব্যাপস্থাপক মাহবুবুর রহমান,চৌমুহনী শাখার জেএভিপি ও ব্যবস্থাপক সাইফুল ইসলাম, ফেনী শাখার অফিসার রেজাউল করিম ও নোয়াপুর হাফেজিয়া মাদ্রাসার প্রধান মাও.আবদুল হক উপস্থিত ছিলেন।
পরশুরামে শাহজালাল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : December, 24, 2016, 11:37 pm