নিজস্ব প্রতিবেদক» পরশুরামের চার গ্রাম সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ১ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারগ্রাম সমিতির ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হাসপাতাল ও ফুলগাজী স্কয়ার হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চারগ্রাম সমিতির সভাপতি ও সমাজ সেবক আমিন উদ দৌলাহ, সাহিদ উদ দৌলাহ, মমিন উদ দৌলাহ, ইউপি সদস্য আবুল কালাম আজদ। ডা.মিজানুর রহমান, ডা.উম্মে সালমা আখি,ডা. জাকিয়া হক ডা. রশিদ রায়হান,স্কয়ার হাসপাতালের ল্যাব ইনচার্জ কুমার বিশ্বজিৎ দাশ প্রায় ২০ জন ডাক্তার গরীব ও অসহায় ১ হাজার রোগীকে চক্ষু সহ বিভিন্ন রোগের বিনা মূল্য চিকিৎসা প্রদান করেন।
পরশুরামের চারগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : December, 17, 2016, 9:00 pm