সম্মাননা পাচ্ছেন ৫১৭ করদাতা

ডেস্ক রিপোর্ট» ২০১৫-২০১৬ কর বছরে জেলার ৩৭০ জন সর্বোচ্চ আয়কর দাতা ও ১৪৭ জন দীর্ঘসময় আয়কর দাতাসহ মোট ৫১৭ জন করদাতা সম্মাননা পাচ্ছেন।
‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ এর ভিত্তিতে ২০ নভেম্বর সম্মাননা প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
এবার নীতিমালা সংশোধন করে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরি চালু করা হয়েছে।
এতদিন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে যথাক্রমে তিনজন ও দুইজন করে মোট পাঁচজন সেরা করদাতা নির্বাচিত করা হতো। এবার থেকে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আরও দু’জন সম্মাননা পাচ্ছেন।
নীতিমালা অনুযায়ী পুরস্কার হিসেবে প্রত্যেক করদাতাকে একটি ক্রেস্ট, একটি লেমিনেটেড পরিচিত কার্ড ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com