সংবাদ বিজ্ঞপ্তি»২৫শে সেপ্টেম্বর, ২০১৬, ফেণির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীরা ৬টির স্থলে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানে সরকারি সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে গতকাল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন ফেনী সরকারি পাইলট হাইস্কুল, শাহীন একাডেমী, ফেনী সেন্ট্রাল হাইস্কুল হলি ক্রিসেন্ট স্কুল ও মডেল হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্ররা যৌথভাবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পংকজ নাথ সূর্যের সঞ্চালনায় ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার ২/৩মাস পূর্বে এ ধরনের তাৎক্ষনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফেনি সরকারি পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আসিব, শাহীন একাডেমীর স্কুল অত্র কলেজের ছাত্র লাভিব, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের ছাত্র অয়ন, জি.এ একাডেমীর ছাত্ররা প্রমুখ। সভায় ছাত্র নেতৃবৃন্দ বলেন ইতোপূর্বে এস.এস.সি পরীক্ষায় ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হতো সরকার হঠাৎ করে ৭টি উত্তর দিতে সিদ্ধান্ত নিয়েছেন এবং সময় ও কমিয়ে দিয়েছেন। এতে করে আমাদের খারাপ ফলাফল হবে। বক্তারা এ ধরনের সিদ্ধান্ত বাতিল করে। পূর্বের ন্যায় ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান বহাল রাখায় এবং সৃজনশীল পদ্ধতির জন্য সৃজনশীল আয়োজ নিশ্চিতের দাবী জানায়। তারা ২৯ সেপ্টেম্বর স্মারকলিপি পশ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নিয়ে সভা করার সিদ্ধান্ত গ্রহন করেন।
৬টির স্থলে ৭টি প্রশ্ন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফেনীতে ছাত্রদের বিক্ষোভ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 25, 2016, 6:30 pm