নিজস্ব প্রতিবেদক»পৌর এলাকায় বসবাসরত ভাড়াটিয়া (আবাসিক)ও মেসের ভাড়াটিয়াদের তথ্য দিতে সোমবার সকাল হতে পৌর এলাকায় মাইকিং করা হয়। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা প্রশাসনের উদ্যোগে এ মাইকিং করা হয়। জানা যায়, আগামী ২৫ আগস্টের মধ্যে নির্ধারিত ফরম পূরন করে ছাগলনাইয়া থানায় জমা দিতে হবে। ফরম পাওয়া যাবে ছ্গালনাইয়া উপজেলা পরিষদ কার্যালয়, ছাগলনাইয়া পৌরসভা কার্যালয় ও ছাগলনাইয়া থানায়। ছাগলনাইয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য এই নির্দেশ কার্যকর করা হয়েছে। ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা জানান, ভাড়াটিয়াদের তথ্যের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
পৌর এলাকার ভাড়াটিয়াদের তথ্য দিতে ছাগলনাইয়ায় মাইকিং
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 8, 2016, 5:17 pm