পৌর এলাকার ভাড়াটিয়াদের তথ্য দিতে ছাগলনাইয়ায় মাইকিং

নিজস্ব প্রতিবেদক»পৌর এলাকায় বসবাসরত ভাড়াটিয়া (আবাসিক)ও মেসের ভাড়াটিয়াদের তথ্য দিতে সোমবার সকাল হতে পৌর এলাকায় মাইকিং করা হয়। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা প্রশাসনের উদ্যোগে এ মাইকিং করা হয়। জানা যায়, আগামী ২৫ আগস্টের মধ্যে নির্ধারিত ফরম পূরন করে ছাগলনাইয়া থানায় জমা দিতে হবে। ফরম পাওয়া যাবে ছ্গালনাইয়া উপজেলা পরিষদ কার্যালয়, ছাগলনাইয়া পৌরসভা কার্যালয় ও ছাগলনাইয়া থানায়। ছাগলনাইয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য এই নির্দেশ কার্যকর করা হয়েছে। ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা জানান, ভাড়াটিয়াদের তথ্যের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com