ছাগলনাইয়া প্রেসক্লাবের উদ্যোগে ফেনীমুক্ত দিবস পালিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়া প্রেসক্লাবের উদ্যোগে ফেনীমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে ছাগলনাইয়া প্রেসক্লাবের এবিএম মূসা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জমান সুমনের সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার মফিজুল করিম,ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, ছাগলনাইয়া গণ পাঠাগারের সাধারণ

সম্পাদক মাষ্টার আবুল কালাম,মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ, মজুমদার, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির লিটন, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক জিয়াউল হক বাপ্পি,ধর্ম বিষযক সম্পাদক মোঃ আলী, ক্রীড়া সম্পাদক

সাইফুল ইসলাম সোহেল, ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমূখ। ১৯৭১ সালের এইদিনে ফেনী হানাদারমুক্ত হয়। ২০১৬সাল থেকে একমাত্র ছাগলনাইয়া প্রেসক্লাব উপজেলায় দিবসটি পালন করে আসছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com