নিজস্ব প্রতিবেদক» সোনাগাজীতে মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন বিডিআর কে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার(১৪অক্টোবর) দুপুর ২টায় চর চান্দিয়া ইউনিয়নের মোম্মাদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোনাগাজী উপজেলা প্রশাসনের পক্ষে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল এবং বিজিবি রাষ্ট্রীয়ভাবে তার মরদেহে সম্মান প্রদর্শন করেন ও পরে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম মুক্তিযোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে।
গত শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গতকাল সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ পাওয়া যায়। তার পিতার নাম মৃত শেখ আহম্মদ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা শাহরীন ফেরদৌসী, বিজিবি কর্মকর্তা সুবেদার আবদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা নাছির উদ্দিন, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সমাজসেবক সহ এলাকার সর্বস্তরের মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে কুয়েত ও দুই ছেলে আবুধাবি প্রবাসী।
রুহুল আমিন ৭১ সালে পূর্ব পাকিস্তান ইপিআরে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। পাক হানাদার বাহিনী মুক্তিকামি বাঙ্গালীর উপর নিধনযজ্ঞ শুরু করলে তিনি পালিয়ে গিয়ে ২ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিমান্ত রক্ষা বাহিনী (বিডিআর) যোগদান করে ২৭ বছর চাকুরী শেষে অবসর গ্রহন করে।