মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান (২৩)। শনিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার সময় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নম্বর করেরহাট ইউনিয়নের রামগড়-করেরহাট সড়কের কালাপানি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফানুয়া গ্রামের মনির হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিজান মোটরসাইকেলযোগে জোরারগঞ্জ থেকে বালুটিলা এলাকায় যাওয়ার সময় পথিমধ্যে বিপরীতমুখী ট্রাক (ফেনী-ট-১১-০৫৫১) চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। খবরে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।