ফেনীতে আ‘লীগের গণসংযোগ কর্মসূচী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক» একাদশ জাতীয় নির্বাচন ফেনীতে গণসংযোগ শুরু করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। রোববার (১৪অক্টোবর) বিকেলে শহরের ট্রাংক রোড় চত্ত্বরে সরকারের উন্নয়নের বিবরণ সম্বলিত লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীতে যাকেই নমিনেশন দেন সবাই মিলে তাকে বিজয়ী করা হবে।
তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, ক্ষমতার ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ পেট ভরে খেতে পারে, লেখাপড়া করতে পারে, বিনামূল্যে ওষুধ পায়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা যাতে ভালো থাকতে পারেন, দেশের মানুষ যেন ভালো থাকে এটাই তার মূল লক্ষ্য।

নিজাম হাজারী বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তিনি জীবনে কোন ধরণের দুর্নীতি করেননি। কেউ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। পদ্মাসেতু প্রসংগে তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না। জোট সরকার পদ্মা সেতুর কাজ কিছুই করেনি। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সে সময় ৭টি প্রকল্প বন্ধ করে দেয়।

দেশবাসীসহ বিশ্ব দেখছে বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ করছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করেই সেতু নির্মাণ হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পৌনে ১০ বছরে দেশের মানুষ উন্নয়নের সুফল উপভোগ করছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো হত্যা, খুন আর ষড়যন্ত্র। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১-এ বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়। প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন। আজ যে ড. কামালের সঙ্গে বিএনপির ঐক্য হয়েছে তা মিলের কারণেই হয়েছে। কারণ ড. কামালও কালো টাকা সাদা করেছিলেন।


এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজা আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com