নারী-পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকতে পারেনা-শিরীন আখতার এমপি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক» শিক্ষা জাতীয়করণ একটি মৌলিক অধিকার। শিক্ষায় কোন বৈষম্য থাকতে পারে না। নারী ও পুরুষের মধ্যে ও কোন বৈষম্য থাকবে না। বর্তমানে বিভিন্ন ক্ষেএে ভারতের চেয়ে এগিয়ে অাছে বাংলাদেশ- ছাগলনাইয়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল ও কলেজের প্রধানদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী ১ অাসনের সংসদ সদস্য শিরীন অাখতার এসব কথা বলেন। বাংলাদেশকে উল্টো পথে ঘোরানোর জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও রাজাকারকে একসাথে মিলানো যায়না বলেন তিনি। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম অালী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল অামিন,মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম,অাবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমিত কুমার মজুমদার,ভল্লবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অানোয়ার হোসেন,জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী অাবদুল বারী,ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া। এসময় উপস্হিত ছিলেন ছাগলনাইয়া মহিলা কলেজের অধ্যক্ষ অাবদুল মতিন,প্রধান শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারি, উপজেলা জাসদের সভাপতি অাবুল কালাম অাজাদ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com