সংবাদ বিজ্ঞপ্তিঃঃ দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোরাইশমুন্সি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এজেন্ট ব্যাংকিং শাখা বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ বাজার হাজী মার্কেট চত্ত¦রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন।
ব্যাংকের এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনাল ইনচার্জ মোহাম্মদ রুকন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বিএ, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, কৃষি ব্যাংক কোরাইশমুন্সি শাখা ব্যবস্থাপক গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হারুনুর রশিদ।
ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার সিনিয়র অফিসার এএএম হামিদ শহীদ উল্যাহ’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার সৈয়দ আহাম্মদ, এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা মাওলানা আবদুল হান্নান, কোব্বাদ হোসেন খোকন, নুর আলম, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী গিয়াস উদ্দিন, মাওলানা মোস্তফা, সাপুয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুস জাহের, রুদা মিয়া মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আল-আমিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফিতা কেটে কোরাইশমুন্সি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।