জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালী ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি» ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সোমবার(২২ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
বিআরটিএ ফেনীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালীটি মুক্তিযুদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাষক মো. ওয়াহিদুজজমান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি.কে এম এনামুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং। স্বাগত বক্তব্য রাখেন-ফেনী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) প্রকৌশলী পার্কন চৌধুরী।


জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সহ-সভাপতি জাফর আহম্মদ, ফেনী জেলা পিকআপ ও (মিনিট্রাক) মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন পারভেজ, পরশুরাম বাস মারিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, ডেইলি সানের ফেনী জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় ফেনী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী, সহ-যুগ্ন সম্পাদক নুর উদ্দিন হাজারীসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com