ছাত্রছাত্রীদেরকে বর্তমান সরকারের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে-শিরীন আখতার এমপি

নিজস্ব প্রতিবেদক» ফেনী ১আসনের সংসদ সদস্য ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ছাত্রছাত্রীদেরকে বর্তমান সরকারের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ তাই তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠার জন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার তাই শেখ হাসিনার হাতকে দুর্বল করার ষড়যন্ত্র যারা করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। তিনি রোববার (১৪অক্টোবর) ছাগলনাইয়ার জয়পুর সরোজনি উচ্চ বিদ্যালয়ে
শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ফেনীজেলা জাসদর সভাপতি কাজী আবদুল বারী ও বীর মুক্তিযোদ্ধা মোসলেহ্ উদ্দীন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কসিটির সদস্য মো ইয়াছিন,সাবেক শিক্ষক মাষ্টার কালি পদ বিশ্বাস, বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা ছাত্রছাত্রী বৃন্দ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com