মোহাম্মদ আলীঃঃ নানা অাযোজনে পালিত হয়েছে ছাগলনাইয়া গণ পাঠাগারের তিন যুগ পূর্তি উৎসব। ছাগলনাইয়া গণ পাঠাগারের সভাপতি ডাঃ একে ফজলুল হক মজুমদারের কেক কেটে পূর্তি উৎসবের সূচনা করেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গন পাঠাগার ভবনে কেক কাটা শেষে অালোচনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন গণ পাঠাগারের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ অালমগীর বিএ,সহ-সভাপতি অাবদুস সালাম সরকার,কোষাধ্যক্ষ লেঃ ( অবঃ)নেপাল চন্দ্র নাথ,সাধারন
সম্পাদক মাস্টার অাবুল কালাম,গ্রন্থাগার সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার,দপ্তর সম্পাদক অাবদুল অাউয়াল চৌধুরী,সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুঁঞা, সদস্য শেখ কামাল,কলামিস্ট হারুনুর রশিদ অারজু,সদস্য অারকে শামীম পাটোয়ারি, জুলফিকার হায়দার বেলাল,নুর হোসেন মজুমদার,অাজীবন সদস্য শাখাওয়াত হোসেন পাটোয়ারি, সদস্য ফরহাদ হোসেন প্রমূখ।