আউয়াল চৌধুরী» ছাগলনাইয়ায় সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র্যালি অায়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্রেক্সের সামনে গিয়ে শেষ হয়।উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নেতৃত্বে র্যালিতে উপস্হিত ছিলেন ইউএনও শাহিদা
ফাতেমা চৌধুরী,ভাইস চেয়ারম্যান এয়ার অাহাম্মদ ভুঁঞা, বিবি জোলেখা শিল্পি,ওসি এমএম মুর্শেদ পিপিএম,ইউসিসিএ লিঃএর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহিলা বিষযক কর্মকর্তা মোমেনা অাক্তার,প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন প্রমূখ। র্যালী শেষে অালোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।