ছাগলনাইয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা পরিচালক মুফতি সাইফুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় নিজ মাদ্রসায় অধ্যয়নরত এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুফতি সাইফুল্লাহ মাদানিকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের কলেজ রোড বালিকা বিদ্যালয় সংলগ্ন মাহমুদিয়া মহিলা মাদ্রাসা থেকে তাকে রোববার বিকালে গ্রেফতার করা হয়। সে ওই মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল্লাহ মাদানি দক্ষিণ সতর গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত আবু তাহের হুজুরের ছেলে। ।
নির্যাতিত ছাত্রীর মা মরিয়ম বিবি লাইজু বাদী হয়ে রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। খবর পেয়ে থানায় এসে অভিযুক্ত মুফতি ও ভিকটিমকে আলাদা জিজ্ঞাসাবাদ করেন এএসপি সার্কেল নিশান চাকমা। সোমবার সাইফুল্লাহকে ফেনীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ছাত্রী এ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানায়। সে মাদ্রাসার দোতলা আবাসিক ভবনে থাকত।
মামলার এজাহারে ভিকটিমের মা অভিযোগ করে বলেছেন, দুদিন ছুটি শেষে ওই ছাত্রী শনিবার সন্ধ্যায় এক আত্মীয়ের সঙ্গে মাদ্রাসায় ফিরে আসে। অফিস কক্ষে মুফতি সাইফুল্লাহ’র কাছে ছাত্রীকে বুঝিয়ে তার ( ছাত্রীর) আত্মীয় কবির আহমদ বাসায় চলে যান। তিনি চলে যাওয়ার পরপরই অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান সাইফুল্লাহ মাদানি। শোরচিৎকার আর ধস্তাধস্তি করে দরজা খুলে দোতলা নিজ কক্ষে গিয়ে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী।

পরদিন মাদ্রাসার মোবাইল ফোনে সে তার মাকে দ্রুত মাদ্রাসা আসতে বলে এবং না আসলে নিজেকে শেষ করে দেয়ার হুমকি দেয়। পরদিন ছাত্রীর মা ও মামা মাদ্রাসা গিয়ে ভিকটিমের মুখে বিস্তারিত শুনে থানায় অভিযোগ করেন।
ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা সত্য বলে মনে হয়েছে। সাইফুল্লাহ মাদানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী /০৩ এর ৯(৪) (খ) ধারায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে আদালতে নিয়ে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
ওসি আরও জানান, সাইফুল্লাহ মাদানির নরসিংদীতেও একটা পুরুষ মাদ্রাসা রয়েছে। ছাগলনাইয়ার মহিলা মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। এ মাদ্রাসা তার স্ত্রী তাসলিমা আক্তার পরিদর্শক হিসেবে দেখাশুনা করেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রায় দেড় শতাধিক আবাসিক ও অনাবাসিক ছাত্রী অধ্যয়নরত রয়েছে এ মাদ্রাসায়।
তবে থানায় হাজতে মুফতি সাইফুল্লাহ মাদানি সাংবাদিকদের বলেছেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। ওই মেয়ে ছুটি চেয়ে না পেয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com