নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পএ বিতরণ ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূএে জানা যায়, অাগামী ২৪ অক্টোবর ছাগলনাইয়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার ১ থেকে ৬ নং ওয়ার্ডের ও ২৫ অক্টোবর ৭ থেকে ৯ নং ওয়ার্ডেের জাতীয় পরিচয়পএ বিতরণ করা হবে। পাঠাননগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৮ ও ২৯ অক্টোবর, ঘোপাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ অক্টোবর, মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩১ অক্টোবর, রাধানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ নভেম্বর ও শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ নভেম্বর বিতরণ করা হবে।
২০১৪ সাল থেকে ২০১৭ সালে নিবন্ধনকৃত ভোটারদেরকে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পএ বিতরণ করা হবে। উল্লেখ্য এটি স্মাট কার্ড নয়। জাতীয় পরিচয়পএ গ্রহণের সময় ভোটারগণকে অবশ্যই নিবন্ধন স্লিপ অানতে হবে।
ছাগলনাইয়ায় জাতীয় পরিচয়পএ বিতরণ ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 16, 2018, 10:12 pm