ছাগলনাইয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা মিরু অাটক

আউয়াল চৌধুরী» ছাগলনাইয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মির হোসেন (৪৫) প্রকাশ মিরুকে অাটক করেছে পুলিশ। সে উপজেলার বল্লভপুর গ্রামের মৃত বসু মিয়ার পুুএ।শুক্রবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বল্লভপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এসঅাই অারিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অাটক করা হয়। ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান,মিরুর বিরুদ্বে একাধিক মাদকের মামলা রয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com