আউয়াল চৌধুরী» ছাগলনাইয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মির হোসেন (৪৫) প্রকাশ মিরুকে অাটক করেছে পুলিশ। সে উপজেলার বল্লভপুর গ্রামের মৃত বসু মিয়ার পুুএ।শুক্রবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বল্লভপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এসঅাই অারিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অাটক করা হয়। ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান,মিরুর বিরুদ্বে একাধিক মাদকের মামলা রয়েছে।
ছাগলনাইয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা মিরু অাটক
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 21, 2018, 12:46 am
