সোনাগাজী ছাত্রলীগ নেতা রিপন হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বগাদানা ইউপি চেয়ারম্যান খোকন‌‌‌‘র সংবাদ সম্মেলন

জাবেদ হোসাইন মামুন» সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুর আলম রিপন হত্যা মামলা নিয়ে সন্ত্রাসি শিপনের ইন্ধনে নিরিহ লোকদের জড়ানোর হুমকি দিয়ে বাদিনীর বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ করলেন বগাদানা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ক.খ.ম ইসহাক খোকন।
শনিবার বিকালে ফেনী শহরের অতিথি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ৬ বছর যাবৎ সোনাগাজীর বগাদানা ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র সোনাগাজীর তালিকাভুক্ত সন্ত্রাসি, চোর-ডাকাতদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ২৫মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিদর্শন ও অংশগ্রহন শেষে ফেরার পথে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম রিপন সন্ত্রাসিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ২৭ মার্চ নিহত ছাত্রলীগ নেতা রিপনের মা সাজেদা আক্তার বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে এবং একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধিও দিয়েছেন। হত্যা মামলার কিছু দিন অতিবাহিত হওয়ার পর বাদিনি সাজেদা আক্তার এলাকার প্রবাসী, ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করে এবং বেশ কয়েকজন লোক থেকে চাঁদা গ্রহনও করেছে। এছাড়া অন্যদের থেকে চাঁদা সংগ্রহ করে দিতে চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করতে থাকে। চেয়ারম্যান তার অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ায় সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসি সাইফুল ইসলাম শিপনেরর কুপ্ররোচনায় চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন, তার ভাই ও ইউপি সদস্য সহ এলাকার কতিপয় নিরিহ লোকদের জড়িয়ে ঘটনার প্রায় ৮ মাস পর ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সম্পূরক আবেদন করেন বাদিনি। ইতোমধ্যে দু’জন প্রবাসীর স্ত্রী বাদিনির চাঁদাবাজির বিরুদ্ধে ফেনীর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
তিনি দাবি করেন, সন্ত্রাসি সাইফুল ইসলাম শিপনের দু’ভাই এই হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি রয়েছে। তাদেরকে বাঁচাতে সে বাদিনিকে দিয়ে নিরিহ লোকদেরকে জড়িয়ে হয়রানি করছে। তিনিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যা মামলার বিচার চান। তিনি দাবি করেন, একটি হত্যা মামলা যেখানে তদন্তাধীন রয়েছে, সেখানে কাউকে সরাসরি অভিযুক্ত করা একটি হাস্যকর বিষয় ও গর্হিত অপরাধও বটে। দাগি সন্ত্রাসিরা এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যানন জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বগাদানা ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলায়েত হোসেন, কাজীর হাট বাজার বণিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা দীন মোহাম্মদ, মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার ও অধ্যাপক নাফিজ উদ্দিন প্রমূখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com