শহর প্রতিবেদক» ফেনীর সমবায় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিজ টেকনোলজির শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন ছাগলনাইয়া ডট কম সম্পাদক ও ফেনী টিভির সিইও জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিজ টেকনোলজির স্বত্তাধিকারী সাইফুল ইসলাম মজুমদার, মোঃ ফারুক, সাহিদুজ্জামান কিরন, বাপ্পি, হাফেজ নাসিরুদ্দিন। শোরুম উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ টেকনোলজির স্বত্তাধিকারী সাইফুল ইসলাম মজুমদার জানান, বিদেশ থেকে আমদানিকৃত সিসি ক্যামেরা ও সিকিউরিটি সলিউশন সামগ্রী তার শো রুমে পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। এছাড়া তারা সি.সি ক্যামেরা সেল্স এন্ড সেটাপ, পিবিএক্স ইন্টারকম সলিউশন, টাইম এটেন্ডেন্স সলিউশন, ভিডিও ডোর ফোন এন্ড ক্যামেরা, আইপি ওয়াই-ফাই ক্যামেরা, মোটরসাইকেল জিপিএস ট্রেকার ও বিক্রি করে থাকে।
ফেনী সমবায় মার্কেটে বিজ টেকনোলজির শোরুম উদ্বোধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 16, 2017, 7:46 pm
