ছাগলনাইয়া প্রেসক্লাবের নির্বাচন লিটন- সভাপতি, আউয়াল-সম্পাদক

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়া প্রেসক্লাবের নির্বাচনে দ্বিতীয়বারের মতো কামরুল হাসান লিটন (মানবকন্ঠ/যায়যায় দিন) কে সভাপতি ও আবদুল আউয়াল চৌধুরী (ভোরের কাগজ) কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাবের এবিএম মূসা মিলনায়তনে সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় সভায় ক্লাবের নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি ও যুগান্তর প্রতিনিধি নুরুজ্জমান সুমন, সহ-সভাপতি ও ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ও প্রতিক্রিয়া প্রতিনিধি গাজী রাজ্জাক হোসেন সুমন, দপ্তর সম্পাদক ও ফেনী খবর প্রতিনিধি জিয়াউল হক বাপ্পি, সাহিত্য সম্পাদক ও বর্ণমালা প্রতিনিধি বকুল আক্তার দরিয়া, ধর্ম ও সমাজকল্যান সম্পাদক ও স্বদেশ কন্ঠ প্রতিনিধি এএসএম আরিফ চৌধুরী জিকু, ক্রীড়া সম্পাদক ও পারিজাত প্রতিনিধি আবদুল হালিম, প্রচার সম্পাদক ও ছাগলনাইয়া ডটকমের ছাগলনাইয়া সদর প্রতিনিধি শাখাওয়াত হোসেন পাটোয়ারী, সদস্য ও ফেনীর ডাক প্রতিনিধি কামাল হোসেন ভূঁঞা, সদস্য ও ছাগলনাইয়া ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ আলী, সহযোগী সদস্য মোঃ শাহ ফয়সাল। কমিটিকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com