ডেস্ক রিপোর্ট» ট্রেনে কাটা পড়ে দু’পা হারানো অসহায় হৃদয়ের সাহায্যে এগিয়ে আসলেন মোহাম্মদ কাইয়ুম নামের এক লন্ডন প্রবাসী। শৈশবে ট্রেনে কাটা পড়ে দু’পা হারানো হৃদয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় ফটোসাংবাদিক দুলাল তালুকদার। ওই স্ট্যাটাস দেখে তার সাহায্যে এগিয়ে এলেন একাডেমী এলাকার বাসিন্দা প্রবাসী কাইয়ুম। শনিবার বিকালে তার প্রেরিত হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় দুলাল তালুকদার ছাড়াও শেখ আশিকুন্নবি সজিব ও মোনায়েম হোসেন নোবেল উপস্থিত ছিলেন।