ডেস্ক রিপোর্টঃঃ দেশের সর্ববৃহৎ ৬ লেইন বিশিষ্ট মহিপাল ফ্লাইওভার আগামী ডিসেম্বর মাসে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকালে তিনি ফ্লাইওভারের নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি নির্মান কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করায় নির্ধারিত মেয়াদের ৬ মাস আগেই চালু করা হবে। এসময় মন্ত্রীর সাথে ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফ্লাইওভার নির্মাণ কাজ প্রকল্পের সহকারী পরিচালক কর্ণেল আহমেদ জামিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মেজর ফয়সল চৌধুরী, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, যুবলীগ নেতা শুসেন চন্দ্র শীল প্রমুখ।