ছাগলনাইয়ায় ডায়নামিক স্টুডেন্ট ফোরাম‘র ইফতার মাহফিল

সাইফুল ইসলাম সোহেল» ছাগলনাইয়ায় ডায়নামিক স্টুডেন্ট ফোরাম‘র ইফতার মাহফিল রবিবার (১৮জুন) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেল অনুষ্ঠিত হয়। মোঃ আরমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, গোফরান উদ্দিন,সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন,ফোরামের সাধারন সম্পাদক শুয়াইব উপল, একাডেমী শাখার সভাপতি সাঈদ আল মেজবা এবং অন্যান্য সদস্য বৃন্দ।
সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদী বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কার্যক্রম গুলোর মধ্যে অন্যতম হলো গরীব ও মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ চালানো, গরীবদের সাহায্য করা, খেলাধুলার আয়োজন করা, বৃক্ষরোপন কর্মসূচী এবং পাঠাভ্যাস কর্মসূচী সফল করা ইত্যাদি।আজকের ইফতার মাহফিলে ২০ জন পথশিশুকে ফোরামের পক্ষথেকে ইফতারের ব্যবস্থা করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com