ডেস্ক রিপোর্ট» চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৭। আটক মাদক ব্যবসায়ির নাম জুয়েল খাঁ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে র্যাবের একটি টিম ভোরে বহদ্দার হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুয়েল খাঁ-কে আটক করে। এরপর তার হেফাজতে থাকা ২৭ হাজার ৫শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।